ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন ওষুধ ফার্মেসিত আজ বুধবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মিসব্রান্ডেড ওষুধ জব্দ করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন কোম্পানীর ২০টি ওষুধের নমুনা উত্তোলন করে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো. নাজমুল হাসান জানান। অন্যদিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে মেসার্স শাপলা ফার্মেসিকে ৩ হাজার টাকা ও প্রত্যাশা মেডিকেলকে ২ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার।
ঝিনাইদহ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. নাজমুল হাসান জানান, শাপলা ফার্মেসি ও প্রত্যাশা মেডিকেলে দীর্ঘদিন ধরে অবৈধ ও নকল ওষুধ বিক্রয় করে আসছিলেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুটি ওষুধ ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের অবৈধ ও নকল ওষুধ পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয় এবং ওই সকল ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ