খাগড়াছড়িতে মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। আজ বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
মাহফুজ আনামের আইনজীবী এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ জানান, আগামী ২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ১/১১ সময়কালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদের প্রকাশের অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি করেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ