চট্রগ্রাম থেকে একটি পরিবহনের মাধ্যমে বগুড়ায় আসা রাইচ কুকারের ভেতর থেকে ৭ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব।
এসময় র্যাব সদস্যরা রাইচ কুকারের মালিক বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার (হাকির মোড়) মাসুমের মেয়ে কোহিনুর বেগম (৩৮) এবং তার ছোট ভাই আলিফকে (৩২) হাতেনাতে গ্রেপ্তার করে।
মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য জানায়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মফিজুল ইসলাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন