আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নোয়খালীর ৮ বিএনপি মনোনীত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা এই সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুবর্ণচর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া অভিযোগ করেন, আগামী ২২ মার্চ উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন থেকে তাদের দলীয় প্রার্থীদেরকে সরে দাঁড়ানোর জন্যে হুমকি দিচ্ছে সরকার দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে সব কয়টি ইউনিয়নে বিএনপি প্রার্থী নির্বাচিত হবে দাবি করে তিনি বলেন, ভোটের ফলাফল নিয়ে কোন প্রকার কারসাজী করা হলে বিএনপি তা মেনে নেবে না।
এসময় বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থী সূবর্ণচর উপজেলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১নং চরজব্বর ইউনিয়নে মো. আবদুল্লাহ, ২নং চরবাটা ইউনিয়নে নুর মাওলা, ৩নং চরক্লার্ক ইউনিয়নে বশির আহমেদ, ৪নং চর ওয়াপদা ইউনিয়নে জামাল উদ্দিন, ৫নং চরজুবলী ইউনিয়নে নিজাম উদ্দিন ফারুক, ৬নং চর আমানউল্যা ইউনিয়নে আবুল কাশেম, ৭ং পূর্ব চরবাটা ইউনিয়নে জামাল উদ্দিন গাজী ও ৮নং মোদাম্মদপুর ইউনিয়নে খায়রুল আলম সেলিম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব