পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন বিএনপির কর্মী সমর্থক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মরিচবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। এসময় দু’টি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।
আহতরা হলেন আনোয়ার হোসেন, মোস্তফা বয়াতি, নুর হোসেন, আনোয়ার চৌকিদার, খোকন হাওলাদার, হানিফ হাওলাদার, মো. শাহিন ও বাবুল সিকদার। এদের মধ্যে গুরুতর ৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন জানান, মরিচবুনিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী বশির আহমেদের প্রচারনার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন মৃধার সমর্থকরা হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব