লালমনিরহাটের আদিতমারি উপজেলার কমলাবাড়িতে ইট বোঝাই একটি ট্রলির চাপায় সোমা (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-দৈখাওয়া আঞ্চলিক সড়কের বামনেরবাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোমা ওই এলাকার হাদিউল ইসলামের শিশু কন্যা বলে জানা গেছে।
পুলিশ জানায়, উপজেলার কামলাবাড়ি ইউপির চন্দনপাট বামানেরবাসা এলাকার শহিদুল ডিলারের ইটের ভাটা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে বামনের বাসা বাজার অতিক্রম করার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আদিমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব