চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে তানিম হোসেন (৭) ও ছানোয়ারের চাচাতো ভাই মনোয়ার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুন (৮)।
চারুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দুলাল উদ্দিন আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে শিশু তানিম ও মনোয়ারা সবার অজান্তে বাড়ির পাশের টিপু মাস্টারের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। এরপর গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় এলাকাবাসী পুকুরে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পায়।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব