কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে আবদুল মানিক (২২) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করেন, সন্ধ্যায় মুন্সিরহাট বাজার থেকে হাজারীপাড়া গ্রামে যাওয়ার কথা বলে মানিককের সিএনজিতে উঠে একই গ্রামের শফিকুর রহমান, তার ছেলে আবদুর রাজ্জাক ও অজ্ঞাতনামা এক যুবক। সিএনজিটি ওই গ্রামে পৌঁছলে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মানিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মানিককে উদ্ধার শেষে মুন্সিরহাট বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা আরও জানান, মূলত জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই সিএনজি চালক মানিককে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, এক যুবক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব