মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে মুক্তারপুর নৌ-ফাড়ী পুলিশের টহলকাজে ব্যবহৃত ট্রলার ডুবির ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রানে বেচে গেলেও এ সময় নিখোঁজ ৬০ রাউন্ড গুলিসহ ৩টি শর্টগানের এখনো কোন খোঁজ মেলেনি।
বুধবার রাত ১১ টার সময় লাইটার ভেসেলের ধাক্কায় নৌ পুলিশের ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে এএসআই আতিকুর রহমানসহ পাঁচজন পুলিশ কনস্টেবল ছিল। তারা সবাই সাঁতার কেটে নদীর তীরে ইঠতে সক্ষম হয়। মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত খোয়া যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য নদীতে নেমে তল্লাশি চালালেও ডুবে যাওয়া ট্রলার ও পুলিশের কাছ থেকে খোয়া যাওয়া ৬০ রাউন্ড গুলিসহ তিনটি শর্টগানের এখনো কোন খোঁজ মেলেনি। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো তল্লাশি অব্যাহত রেখেছে বলে জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান।
তিনি আরো জানান, পুলিশ সদস্য সবাই জীবিত তীরে উঠতে সক্ষম হয়। তবে তিনটি শর্টগান ও আনুমানিক ৬০ রাউন্ড গুলি এখনো নিখোঁজ রয়েছে। সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এখনো নদীতে উদ্ধার কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/এস আহমেদ