মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বাস। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ মিয়া জানান, কাওড়াকান্দি ফেরিঘাট টার্মিনালে রাখা বিএমএফ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-৩৫৩৯) ভোরে আকস্মিক আগুন লাগে। বাসের ভেতরে যাত্রী বসার সবকটি আসন সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাসের চালক দাবি করেছেন।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা এলামুল হক জানান, বাসের চালক ও হেলপার রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ