ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে নিখোঁজের একদিন পর মহুয়া (৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাজারীগঞ্জ গ্রামে বাড়ির পাশের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহুয়া স্থানীয় স্কুল শিক্ষক আমজাদ হোসেনের মেয়ে।
হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মজিব জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। রাতে পুরো এলাকায় মাইকিং করা হয়। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি নালা থেকে শিশুরটির মরদেহ উদ্ধার করা হয়।
শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর বলা যাবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ