খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান সাগরকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন নামে তার এক কর্মীর হাতে লাগে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পারসেমারি এলাকায় এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশীদ জানান, নির্বাচনী প্রচারণা শেষে সাগর তার কর্মীদের নিয়ে রাতে পারসেমারি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে। সাগরের শরীরে গুলি না লাগলেও তার কর্মী জাহাঙ্গীরের হাতে গুলি লেগেছে বলে শুনেছেন তিনি।
উল্লেখ্য, বটিয়াঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রথমে আব্দুল হাদী সরদার নামে একজনকে মনোনয়ন দেয়। কিন্তু তার বাবা রাজাকার বলে অভিযোগ উঠলে তার মনোনয়ন বাতিল করে খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে মনোনয়ন দেয়া হয়। এ বিষয়টি নিয়ে হাদী এবং সাগরের মধ্যে অন্তঃদ্বন্দ্ব চলছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ