সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া আর নেই। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বজন শ্রদ্ধেয় এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে মরদেহ সিরাজগঞ্জে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার মহল্লায় আনা হলে শেষ শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বাদ জুমা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম লিমন ও মরহুমের চাচাতো ভাই মান্না রায়হান জানান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে, ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ