রাজশাহীতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জেলার গোদাগাড়ী থেকে সরকারি ওষুধসহ রাশিকুল ইসলাম (২২)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশিকুল পিরিজপুর গ্রামের বাগানপাড়া এলাকার সাকিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে অভিযান চালানো হয়। এসময় রাশিকুলকে এ্যামোক্সিসিলিন সিরাপ ও প্রায়োসিন সিরাপসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশিকুল দীর্ঘদিন থেকে সরকারি ওষুধ চুরির বিষয়টি স্বীকার করেছেন। এরপর সেগুলো বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হয়। স্থানীয় বাজারে বিক্রির জন্য ওষুধের বোতলের লেভেলে 'বিক্রয় দণ্ডনীয় অপরাধ' লেখাটি ঘষে উঠিয়ে ফেলা হয়েছে। অপরদিকে বড় ধরনের ওষুধ চালান তারা ফেন্সিডিল বা অন্যান্য মাদকদ্রব্যের চালানের বিপরীতে সীমান্তের ওপারে পাঁচার করে থাকে বলে তথ্য দিয়েছেন রাশিকুল।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ