বাগেরহাটের মোরেলগঞ্জে সংরক্ষিত নারী আসনের এক মেম্বার প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামে সুফিয়া বেগমের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগম ওই ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রব হাওলাদার বলেন, ৮/১০জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ ৮০হাজার টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আব্দুর রব।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু আজ বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে থানার ওসি তারক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি সন্দেহজনক বলে মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ