যশোর শহরের বাবুবাজারের একটি যৌনপল্লী থেকে এক যৌনকর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের বোমার আঘাতে ৫ জন যৌনকর্মী আহত হন। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর পৌনে ২টায় ৪-৫ দুর্বৃত্ত শহরের বাবুবাজার যৌনপল্লীর ২ নম্বর গলির মহসীনের বাড়িতে যায়। তারা ঘরমালিকের ডেরা থেকে ওই যৌনকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি বোমার বিস্ফোরণ ঘটালে আহত হন অপর ৫ যৌনকর্মী।
তাদের মধ্যে দু'জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শক্তি উন্নয়ন সংস্থার সাংগঠনিক সভাপতি নূরুন্নাহার রানু বলেন, ''শব্দ শুনে এসে দেখি বোমায় আহত দু'জন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। তাদের রিকশায় করে হাসপাতালে পাঠিয়েছি।''
এটি অপহরণ না প্রেম-ভালবাসার ঘটনা তা এখনই বলতে পারছেন না যৌনপল্লীর কেউ।
যোগাযোগ করা হলে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস জানান, বিস্ফোরিত বোমার ১২টি জালের কাঠি, একটি নাট, কিছু টিনের টুকরা ও টেপ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পরে জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ