বাগেরহাটের মোরেলগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ছিনতাই ও ৪কর্মীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেল টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশ সুপার মোল্যা নিজামুল হক সকল প্রার্থীদের নিয়ে অফিসার্স ক্লাবে আইন-শৃংখলা বিষয়ক সভা করছিলেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন রুনু আজ রাত ৮টায় এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানার ওসি তারক বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধমে একটি অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ পত্রে নিশানবাড়িয়া ইউপি আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম বাচ্চুসহ ১৪জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন রুনুর নির্বাচনী প্রচার চালানোর সময় আ. লীগ প্রার্থীর কর্মীরা ভ্যানসহ প্রচার মাইকটি ছিনিয়ে নিয়ে যায় এবং প্রচারে থাকা ৪কর্মীকে পিটিয়ে আহত করে। আহতরা হচ্ছেন, আবু হাওলাদার(৩৫), মাসুদ শেখ(২০), চয়ন(১৫) ও বিপ্লব হাওলাদার(১২)।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন