লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ফাঁকা আওয়াজ করে আতংক সৃষ্টি করা হয়।
আজ শানিবার সন্ধ্যায় স্থানীয় কোডেক বাজারে বিদ্রোহী প্রার্থীর পথসভায় হামলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে একই দিন বিকালে ওই ইউনিয়নের নতুন বাজার এলাকায় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন, ফয়েজ, মোহাম্মদ, সাইফুল, মো: লিমন, নোমান, রাশেদ, সাহাবুদ্দিন, মনিরসহ অন্তত ১০ জন।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা (আনারস প্রতীক) জানান, কোডেক বাজারে আনারসের নির্বাচনী পথসভায় নৌকা সমর্থকরা হামলা চালায়, এসময় বেশ কয়েকটি ফাঁকা আওয়াজ করে আমার ৪-৫ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন এ প্রার্থী।
এ দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন (চশমা প্রতীক) জানান, নতুন বাজারে চশমা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে, পোষ্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন নৌকার সমর্থকরা। এসময় ওই কার্যালয়ে তালা ঝূলিয়ে দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন