ফেনী শহরের মধ্যম রামপুর এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিশুটির পরিবার জানায়, শনিবার বিকেলে মেহেদী হাসান শিশুটিকে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ির পাশে একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাড়ির পাশে জঙ্গলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মেহেদীকে বাড়ি থেকে আটক করে।
আটক মেহেদী হাসান ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র এবং ফেনী শহরের মধ্যম রামপুরের বাসিন্দা।
ফেনী সদর হাসপাতালের শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা সুলতানা নিলু জানান, শিশুটিকে ধর্ষণের ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান, এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব