রাঙামাটিতে মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মং অং থানং (৩৬)। শনিবার রাত ৮টার দিকে শহরের বনরূপা একটি খাবার হোটেল থেকে আটক করে কোতয়ালী থানার পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে শহরের বনরূপা একটি খাবার হোটেল থেকে অভিযুক্ত মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন স্যুয়ের সহযোগী মং অং থানং (৩৬)-কে আটক করা হয়। তার কাছে অভিযুক্ত আসামি ডা. রেনিনের হাতের লিখা চিঠিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। প্রার্থমীকভাবে জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিদেশিক নাগরিক অনুপ্রবেশ আইনে ১৯/০৩/২০১৬ইং মামলা হয়েছে। বিকাল ৪টায় অভিযুক্ত আসামী মং অং থানং রাঙামাটি আদালতে হাজির করে ১০দিনে রিমান্ড আবেদ করার কথা রয়েছে।
রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির শীর্ষ নেতা অভিযুক্ত ডা. রেনিনকে আইনি সহযোগিতা করার জন্য রাঙামাটি এসেছে বলে প্রার্থমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আটক মং অং থানং। তার কাছে প্যান ড্রাইভ, আরাকান আর্মির পোশাক পড়া ছবিসহ ভিন্ন ভিন্ন নামে দু’টি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী বলে দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা