আজ রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আবদুল করিম হচ্ছেন একই গ্রামের মালেক কুস্তুরের ছেলে। এঘটনায় দুজনকে আট করেছে পুলিশ।
নিহতের ছেলে সোহেল রানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে একরামুল হকের সঙ্গে কৃষক আব্দুল করিমের তর্কাতার্কি হয়। এক পর্যায়ে একরামুল হক ও তার দুই ছেলে লাঠি-কোদাল দিয়ে আব্দুল করিমের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/শরীফ