সিরাজগঞ্জে হেরোইন-ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার সকালে র্যাব-১২ সদস্যরা শহরের মাহমুদপুর মহল্লা থেকে তাদের আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: পাবনার ঈশ্বরদী থানার গোকুল নগর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর উত্তরপাড়া মহল্লার সেলিম সেখের ছেলে মিনটু (২৫) ও মাসুমপুর মহল্লার মৃত বদিউজ্জামানের মেয়ে তকলিমা খাতুন (২৮)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি শেখ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর উত্তরপাড়ার ইজারার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম হেরোইন, ২টি মোবাইলসেট ও নগদ প্রায় ২১ হাজার টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা