দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের কাশিপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত ট্রাক চালক ইসমাইলকে (৩৭) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাক চালক ইসমাইল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান (পিপিএম) জানান, পঞ্চগড় ভোজনপুর থেকে বালু বোঝাই করে ট্রাকটি কুষ্টিয়া যাওয়ার পথে উক্ত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ