রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার রাওথা এলাকার আফজাল হোসেনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা