নাটোরে সিরিজ বোমা হামলা মামলার একজন আসামীকে হাজির না করায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৮ মার্চ করা হয়েছে। দু’পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ৭ ফেব্রুয়ারি নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় ২৩ মার্চ প্রদানের তারিখ ঘোষণার করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামী সাতক্ষীরা জেলার ইটাগাছা ইউনিয়নের আব্দুর রহমান মাস্টারের ছেলে মো. শফিউল্লাহ তারেককে সাতক্ষীরা আদালত একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিলে সে এখন ঢাকায় কনডেম সেলে রয়েছে। ফলে আজ হাজির না হতে পরায় আদালত দিন পরিবর্তন করে নতুন তারিখ ধার্য্য করলেন।
এদিকে, কড়া নিরাপত্তার মধ্য দিয়েএকই মামলায় আটক অন্য ছয় জেএমবি সদস্যকে নাটোর জেলা কারাগার থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। মামলা দায়েরের পর আদালত দীর্ঘ প্রায় ১১ বছরে মোট ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দু’পক্ষের অধিকতর যুক্তিতর্কের পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় আগামী ২৩ মার্চ রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছিলেন। আসামীরা এর আগে নিজেদের নির্দোষ বলে দাবী করে। পরে তাদের আবারও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়।
গত ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্যরা দেশের অন্যান্য জেলার মতো একযোগে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় ও কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডসহ মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালায়।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ