ময়মনসিংহের ফুলপুরের ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি পেয়েছে ৪ জন করে চেয়ারম্যান। আর বিএনপি’র বিদ্রোহী হয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ১ জন।
অন্যদিকে সিংহেশ্বর ইউনিয়নের ১ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় সেখানে ফলাফল ঘোষণা হয়নি। তবে বিএনপি’র প্রার্থীর চেয়ে ১ হাজার ১’শ ৬৮ ভোটে এগিয়ে আছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ডা. আব্দুল মোতালেব।
এ ইউনিয়নের রিটার্নিং অফিসার আমিনুল হক জানান, বলুয়াকন্দা দাখিল মাদ্রাসা কেন্দ্রের কিছু ব্যালট পেপার না পাওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত রাখেন প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ। পরবর্তিতে এ কেন্দ্রে ভোট গ্রহণ করে ফলাফল ঘোষণা করা হবে।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের তথ্যে জানা যায়, ১ নং ছনধরা ইউনিয়নে আ’লীগ প্রার্থী উবায়দুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ২ নং রামভদ্রপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী রোকনুজ্জামান। ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলাল উদ্দিন। ৫ নং ফুলপুর ইউনিয়ন থেকে বিএনপি’র বিদ্রোহী হয়ে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। ৬ নং পয়ারি ইউনিয়নে বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম জয়লাভ করেছেন। ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগ প্রার্থী আবু সাঈদ। ৮ নং রূপসী ইউনিয়নে বিএনপি’র আবুল কালাম আজাদ ও ৯ নং বালিয়া ইউনিয়নে আজাহারুল মোজাহিদ সরকার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আর ১০ নং বওলা ইউনিয়ন থেকে আ’লীগের হারুন অর রশিদ জয়লাভ করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন