বগুড়ার নন্দীগ্রাম থেকে বিক্রির জন্য রাখা ২৭০টি বাবুই ও অন্যান্য পাখি অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়ম করে পাখি বিক্রির অভিযোগে পাখিগুলো উদ্ধার করা হয় এবং অবৈধভাবে বাবুই পাখি বিক্রির অপরাধে ১ ব্যক্তিকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত পাখি বিক্রেতা হলেন নন্দীগ্রাম উপজেলার কহুলী গ্রামের বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
বাবুই পাখি বিক্রয়ের দায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত শহিদুলকে হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান শামীম ইকবাল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক, বিবিসিএফ’র সভাপতি এসএম ইকবাল, থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার ও এএসআই আইউব আলী, বার্ড ক্লাবের তৌহিদ পারভেজ বিপ্লব। এসময় উদ্ধার হওয়া আরও ২৭০টি পাখি অবমুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ