বগুড়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন হয়েছে। আজ বুধবার বিকালে বগুড়া শহরের টেম্পল রোডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। ১৯৭১ সালে ২৩ মার্চ বগুড়া শহরের আলতাফুন্নেছা মাঠে তিনি সর্ব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করায় তাকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পতাকা উত্তোলন দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন বাবলু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। পতাকা উত্তোলন শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।