পাবনায় অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের সিংগা এলাকার একটি লিচু বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে নীল রংয়ের শার্ট ও থ্রী কোয়ার্টার প্যান্ট ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানান, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদনেতর জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই যুবকের বয়স আনুমানিক ২৮/৩০ বছরের হবে। তার গলায় দাগ রয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন