ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নির্বাচনের দিন সংহিসতায় ইউপি সদস্যের ভাই নিহতের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে ইউপি সদস্য প্রর্থী সজীব হোসেনকে প্রধান আসামী করে এ মামলা দায়ের করেন। এ ঘটনার পরে হামলাকারিরা পলাতক রয়েছে।
অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম।
অপরদিকে গ্রেফতার এড়াতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ এলাকার অনেক লোক পালিয়ে বেড়াচ্ছে।
মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্বাচন চলাকালে মঙ্গলবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালিয়ান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী সজীব হোসেন এর সমর্থকরা দলবল দিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দেয় চুন্নু সিকদারের সমর্থকরা। এমন সময় সজীব হোসেনের সমর্থকরা লাঠি সোঠা দিয়ে হামলা চালায় চুন্নু সিকদারের সমর্থকদের উপরে। এতে আবুল কাশেম সিকদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। এদিকে চুন্নু সিকদার বেসরকারি ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন