যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি যশোর শহরতলীর বিরামপুর বটতলা এলাকার আমিনউদ্দিনের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একটি বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাতে শহরের লোহাপট্টি এলাকায় ফেরদৌস হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বলেও দাবি করেন তিনি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ওয়াহিদুজ্জামান আজাদ জানান, হাসপাতালে নিয়ে আসার পরেও তার পেটে ছুরিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন