ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১২টায় উপজেলার ঠাকুরদীঘি বাজারের কাছে পোল মোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়েছে। এতে সামনের কাভার্ডভ্যানটি সড়কের ডিভাইডারের ওপরে উঠে চালক গুরুতর আহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ফরিদ জানান, কাভার্ডভ্যান চালককে উদ্ধার ও মহাসড়ক থেকে গাড়িটি সরিয়ে নিতে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন