রংপুর নগরীর তাজহাট এলাকায় একটি ট্রাকের ভেতর থেকে চালক ও তার সহকারির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তাজহাট কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটির (চুয়াডাঙ্গা-ট ১১০৩৩৫) ভেতর থেকে চালক কোরাইশ খান(৩৫) ও তার সহকারি রমজান আলীর(২২) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী থানার উপপরিদর্শক(এসআই) নুর আলম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নুর আলম জানান, কবরস্থান সংলগ্ন একটি হিমাগার। বুধবার সকাল থেকে খালি ট্রাকটি কবরস্থানের সামনে রাখা ছিল। বৃহস্পতিবার সকালে ট্রাকটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। হিমাগারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে কোতয়ালী থানার ওসির নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি।
দুটি লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাদেরকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চালক কোরাইশ খানের পকেট থেকে ট্রাকের ড্রাইভিং লাইসেন্স ও ব্লুবুকসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেখান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে বাড়িতে ফোন করা হয়।
চালক কোরাইশের বড় ভাই আব্দুল করিম খান জানান, কোরাইশ খান নিজেই ট্রাকটির মালিক ও চালক। মঙ্গলবার বাড়ি থেকে ট্রাক নিয়ে বের হন। কোরাইশ খান সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার নুনদাই গ্রামের সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে বলে তার ভাই জানিয়েছেন। তবে সহকারি রমজানের পরিচয় তিনি জানাতে পারেননি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই নুর আলম।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন