পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ায় অজ্ঞাতনামা ১২০০ থেকে ১৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সাফা মহাবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত আর্মড পুলিশের এস আই সানোয়ার আলী খান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাংচুর ও ম্যাজিস্ট্রেটকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগের উল্লেখ রয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনার সময় স্বাক্ষরবিহীন বেশকিছু ব্যালট বাতিল নিয়ে নির্বাচনি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালালে এসময় ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৬/ রশিদা