গাজীপুরের কাপাসিয়ায় ভটভটি উল্টে রাজীব (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভটভটি চালক রফিকুল ইসলাম (২৫)। গতকাল দিবাগত রাত ১২টার দিকে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব কাপাসিয়া উপজেলার চাটারবাগ এলাকার বকুল মিয়ার ছেলে এবং আহত রফিকুল ইসলাম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল কবির জানান, বুধবার রাত ১২টার দিকে কাপাসিয়া বাজার এলাকা থেকে একটি ভটভটি রাণীগঞ্জের চাটারবাগ ফেরার পথে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তার সড়ক দ্বীপে উঠতে গিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে রাজীব ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক রফিকুল।
পুলিশ মরদেহ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে নিয়ে যায়। আহত রফিকুলকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ