বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় অজ্ঞাত এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস এলাকায় একটি ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অজ্ঞাত ওই ভ্যানযাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা নাসিত রাখি জানান, হেড ইনজুরির কারণে ভর্তির কিছুক্ষণ পরই মারা গেছেন। লাশ হাসপাতালেই রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন