সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাউন্সিল ৫ দিন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা কমিটি পূর্ণাঙ্গ করতে পারে নাই। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল। বিএনপির মহাসচিব বাছাই করার ক্ষেত্রেও লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডন থেকে তাদের নির্দেশনা আসবে তবেই তারা মহাসচিব নির্ধারণ করবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বিআরটিএ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরী হচ্ছে। যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বা দলের হয়ে প্রার্থীদের উস্কানী দিচ্ছে আগামীতে তাদের প্রার্থীর সুযোগ তো দিবে না এমনকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর ঢাকা বিভাগীয় উপ পরিচালক মাসুদ রহমান, উপ পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন