বেতনের টাকা না দেয়ায় সাতক্ষীরায় এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের নাম নাফিজা খাতুন ময়না (২৫)। তিনি আলীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি দু’জমজ কন্যা সন্তানের জননী।
নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, তার ভাইঝি নাফিজা খাতুন ময়না স্থানীয় ব্রাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি তার বেতনের জমানো ৫০ হাজার টাকা দু’মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন। এই টাকা তার স্বামী মোখলেছুর রহমানকে না দিয়ে ব্যাংকে জমা রাখার অপরাধে বাড়িতে ফিরলে নির্যাতন চালায় স্বামী। রশি দিয়ে সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় সকালে বাড়ির লোকজন দেখতে পায়। নিহতের স্বজনদের দাবি গভীর রাতে গৃহবধূ নাফিজা খাতুনতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে স্বামী মোখলেছুর রহমান। পরে খবর পেয়ে সদর থানার এসআই নজরুল ইসলাম নিহতের মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দাযেরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৬/ রশিদা