পুলিশ পেটানোর ঘটনায় পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের আহবায়ক নাসির উদ্দিন পালোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার সৈয়দ জাফর এলাকায় নাসির পালোয়ানের নেতৃত্বে ৫০-৬০ জন লোক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাসা বাড়ি ঘেরাও করে ভাংচুর চালিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এ ঘটনায় এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ও বিজিবি ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে নাসির পালোয়ানসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই জাহিদুল কবির, কনস্টেবল লৎফর কবির ও অমিত চন্দ্র আহত হয়। ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা নাসিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই মো. কবির বাদী হয়ে এজাহার নামীয় নাসির ও অজ্ঞাত আরো ৬/৭জনকে আসামি করে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব