নওগাঁর মান্দা উপজেলার ব্যাড়িল্যা গ্রামে শফিকুল ইসলাম (৩২) এবং বিলকিছ বিবি (২৮) নামের এক দম্পতি একই সাথে বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপরের দিকে তারা বিষপান করার পর বিকেল পৌনে ৫টার দিকে তারা মারা যায়।
নিহত শফিকুল ব্যাড়িল্যা গ্রামের লফির উদ্দিনের ছেলে। অন্যদিকে, বিলকিছ একই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, এক বছর আগে পরিবারের মতামত না নিয়েই শফিকুল ভালবেসে একই বিলকিছকে বিয়ে করে বাবার বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে দুই পরিবারেই ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকতো। এরই জেরে বৃহস্পতিবার শফিকুল ও তার বাবা লফির উদ্দীনের মধ্যে ঝগড়া হলে সেই ক্ষোভে তারা স্বামী-স্ত্রী এক সাথে বিষপানে (গ্যাসের বড়ি) সেবন করে অসুস্থ্য হয়ে পড়েন।
গ্রামবাসী এ ঘটনা জানতে পেয়ে পরিবারের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে সন্ধ্যায় থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব