কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদে 'আমরা কিশোরগঞ্জবাসী' সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীবাড়ি সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন এস. হোসেন আকাশ পল্লব কর, মনোয়ার হোসেন রনি, কবি জীবন তাপস তন্ময়, আমিনুল হক সাদী, জেড.এম কাইয়ুম, রাকিব আহমেদ, রাজীব বর্মন, টিপু সুলতান, দীপংকর চৌধুরী দিপ্ত, শাহীন সিদ্দিকী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ