ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনারামপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে তিন বন্ধু বেড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সারকারখানা, বিদ্যুৎ কেন্দ্রে আসে। বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরতে বের হয়। এসময় তারা একটি নৌকা নিয়ে চর সোনারামপুরে পৌছে নদীতে গোসল করতে গেলে এক পর্যায়ে চোরাবালির গর্তে পড়ে গিয়ে ডুবে গিয়ে জাহিদের মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার মিরপুর এলাকায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেছে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব