বগুড়ার নন্দীগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার হয়েছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম ইউনিয়নের আঁচুয়ারপাড়া গ্রামের আনছার আলীর ছেলে জালাল উদ্দিনের বাড়ির পাশে খড়ের পালার কাছ থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জালাল উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ