বগুড়া শহরের ভেতর দিয়ে প্রবাহিত করতোয়া নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বগুড়া শহরের চেলোপাড়া, রাজাবাজার ও করতোয়া নদীর জহুরুল ইসলাম ঘাট এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ সময় গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়।
বগুড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, করতোয়া নদীর পাড় ঘেষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। অভিযানকালে ১৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়ে কয়েক ঘণ্টা চলে। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সহায়তা করেন। এ সময় বিপুল সংখ্যক শ্রমিক এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার কাজ করেন।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ