সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্যালো ইঞ্জিনচালিত সেচ পাম্পের সাথে গামছা পেঁচিয়ে সোনা উল্লাহ (৪২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গালা ইউনিয়নের দাদবয়ড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ভোরে মিস্ত্রি সোনা উল্লাহ সেচ পাম্প চালানোর জন্য চরার মধ্যে মেশিন রুমে যায়। গলায় গামছা ঝুলানো অবস্থায় শ্যালো ইঞ্জিন স্টার্ট দিলে গামছা ইঞ্জিনের চাকার সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুপুরের দিকে স্থানীয়রা তার লাশ গামছা পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বিকেলে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ