বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে চারটি বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বনগ্রাম ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে রাত ৩টায় আটক করেছে।
আটককৃতরা হলেন, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সত্তার শেখ(৬৫), তার ছেলে নবনির্বাচিত মেম্বার মো. বেল্লাল শেখ(৩৫), ছোট ভাই আবুয়াল হোসেন শেখ(৪৫), প্রতিবেশী আজিজুল শেখ(২৫) ও হাফিজুল শেখ(২২)।
এ সম্পর্কে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার সেন বলেন, নির্বাচনে জয়ী হওয়ার দু'দিন পরে বেল্লাল শেখ শতাধিক লোক নিয়ে বৃহস্পতিবার রাতে অরুণ কুমার সেন, পরিতোশ সেন, শুভংকর সেন ও পুলিন বিহারী সেনের বাড়িতে হামলা করে। ওই বাড়িগুলো থেকে নগদ টাকা, মোবাইল সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, মোহপুর গ্রামে নির্বাচনে জয়-পরাজয়ের জের ধরে কয়েকটি বাড়িতে হামলা ও একটি গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগে পাওয়া গেছে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে আটক আ.লীগ নেতা সত্তার শেখ বলেন, একটি সাজানো ঘটনা আমলে নিয়ে পুলিশ আমাদেরকে আটক করেছে।
পুলিশ রাত ২টার দিকে নবনির্বাচিত মেম্বার বেল্লাল শেখকে ফোন করে ডেকে এনে হাতকড়া পরিয়ে অমানবিকভাবে পিটিয়েছে বলেও অভিযোগ করেন সত্তার শেখ।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/ এস আহমেদ