রাজস্ব ফাঁকির অভিযোগে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১১টি ট্রাক ভর্তি দেড় কোটি টাকা মূল্যের ৬৬ দশমিক ৩ মেট্রিক টন ভারতীয় পান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থলবন্দর বাশকল চেক পোস্ট এলাকা থেকে এসব পান জব্দ করা হয়।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, রাজস্ব ফাঁকি দিয়ে ১১টি ট্রাক ভর্তি পান ভোমরা স্থলবন্দরের ওপর দিয়ে রাজধানী ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর ট্রাকগুলোতে অভিযান চালিয়ে ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান জব্দ করা হয়।
তিনি আরও জানান, ৬০ ভাগ কর ফাঁকি দিয়ে ওই পানগুলো দেশে আনা হয়েছে। এতে সরকারের প্রায় ৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। পানগুলো আমদানি করেছে সুমাইয়া এন্টারপ্রাইজ এবং ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টার প্রাইজ ও সুন্দরবন এন্টার প্রাইজ। ট্রাকসহ জব্দকৃত পানের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব