দুর্বৃত্তের হাতে খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন সামাদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভড়াউটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নাজিমুদ্দিন সামাদের মামাতো ভাই সাদেক আজাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিমুদ্দিনের লাশ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সকাল ১১টায় ভড়াউট গ্রামের মসজিদে জানাজা শেষে সাড়ে ১১টার দিকে দাফন সম্পন্ন হয়।
গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পূর্ব পাশে একরামপুর মোড়ে নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ