বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস তল্লাশী করে ১৫ মণ জাঁটকা জব্দ করেছে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টায় জাঁটকা পরিবহনের দায়ে ওই বাসের সুপারভাইজার মো. আ. হাকিম হাওলাদারকে ১ বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আ. হাকিমের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল জানান, জব্দকৃত জাঁটকা মেঘনা পরিবহনে করে রাজধানীতে নেয়া হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৫ মণ জাঁটকা জব্দ করে। জাঁটকা বহনের দায়ে বাসের সুপরভাইজার আ. হাকিমকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসে পুলিশ। পরে তাকে ১ বছরের কারা দন্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। জব্দকৃত জাঁটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-২১