এইচএসসি পরীক্ষা চলাকালে একটি কক্ষে অনিয়মের অভিযোগে দুই কেন্দ্র সচিবকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর গত বৃহস্পতিবার উজিরপুর উপজেলার শিকারপুর শের-ই বাংলা ডিগ্রী কলেজ ও কাটাখালী জেড এ ভুট্টো কলেজ কেন্দ্রের সচিবকে ওই নোটিশ দেন।
মুহাম্মদ শাহ আলমগীর জানান, বোর্ডের পরিদর্শন দলের প্রতিবেদনে ওই দুই কলেজ কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই কারণে দুই কেন্দ্র কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেয়া হয়েছে। কেন্দ্র দুটির সচিবকে আগামী ১১ এপ্রিলের মধ্যে বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৬/ হিমেল-২৩